ভারতিয় শঙ্গিতে ভোর আর শন্ধার রাগ রাগে নিকে বলা হয় শন্ধি প্রকাশ রাগ
আলো আধারের শন্ধি পর্বের গানে রোবিংদ্রনাথ সাহাজ্য নিয়েছেন ললিত ভোইরাব আশাবরে টোরি বা পূরোবির
কিন্তু কমোল পার্দার ভোইরাবি জে ভাবে আলো আধারের কুহক্কে ধর্তে পারে সে ভাবে পারে কি উন্নোরা
আলো অন্ধকার পোর্নো অপোর্নো জিবন ম্রেত্তো দান্দিকতার জিখানে মকোনা সেইখানে আবার সমা হতো তার পোইক্কের বিন্দু
রোবিন্দ্র সম্গিতের কেন্দ্রে প্রাইই জে ইপ্ষিত মিলনের কথা বলা হোয়েছে তাকনো দোইবো ঘটনা নয়ে নিজের মনের মধ্যে
তুমায় আমায় দখা হোলো শেই মহানার ধারে রাত্রি এশে জেতায় মিশে দিনের পারা বারে
তুমায় আমায় দখা হোলো শেই মহানার ধারে রাত্রি এশে জেতায় মিশে
সেখা নেতে শাদায় কালয় মিলে গেছে আধার আলয়
সেখা নেতে শাদায় কালয়
মিলে গাছে আধার আদায় সেখানেতে দেউ ছুটেছে এপারে হুই পারে
রাত্রি এসে জেথায় মিশে দিনের পারা বারে তুমায আমায দেখা হুলো সেই মহানার ধারে
রাত্রি এসে জেথায় মিশে
নিতালো নিল নিরাব মাঝে
বাজলো গোভির বানি
নিকশেতে উঠ্লো ফুটে শনারে খাখানি
নিতালো নিল নিরাব মাঝে
বাজলো গোভির বানি
নিকাশেতে উঠ্লপোটে সনারে খাখানে
মুখের পানে তাকাতে জাই দেখি দেখি দেখতে না পাই
মুখের পানে তাকাতে জাই দেখি দেখি দেখতে না পাই
সপোর সাথে জোডিয়ে জাগা কাদি আখুল ধারে
রাত্রিশে জিথাই মেশে
দিনের পারা বারে
তোমায আমায দাখা হলো শেই মহানার ধারে
রাত্রিশে জিথাই মেশে
আমায রাত্রিশে জিথাই মেশে
পিছোনিযব করনে না ইদি অধিদি
আমায আছ্রাদ যোগিসের ক্ষণার ক্ষণার ক্ষণার