তোর প্রেমেতে জিবম্তারে দিযা দিতে পারিএই ভুকেতে তোরি জন্ন করস্তি ভস্ত্বারিতোর প্রেমেতে জিবম্তারে দিযা দিতে পারিএই ভুকে তে তোরি জন্ন গর্সি বশত বারিএই খাজারে ভুকা ছিরে ভুকে কন্তো বেথাআজ আমি পাডি নাইরে ভুল্তে তোরি কথাওহো জান ও হে ওহো জানওহো জান ও হে ওহো জানওহো জান ও হে ওহো জানআসমানের রাম এখননি নদির পানি হোলাআইলো গেলো কতো স্রাবো জাইনি তোরে ভোলাতোরে ভুকে রাক সেই ধরে জানিশ কি তুলাতুই কেমন করে কাস্কে জে মনচার দেখি থেখে জোরায় ধরে হে লতাও জান ও রে ও জানও জান ও রে ও জানও জান ও রে ও রে ও জানখুলফটে জারে আজো করে লুকুছুরিতোর বিনাই দিলে দিলে আজো আমি পুলিতোর নাহারি দোয় আমারজানএনো বেসার একা রাগা জান্তাম নারে তোর ভুকেতে ছিলো পাশানকাওহজান ওরে ওহজান ওহজান ওরে ওহজানতোর প্রেমেতে জিবন তারে দিযা দিতে পারিএই ভুকেতে তোরি জন্ন গর্সি বশত বারিএই খাজারে ভুক্তা ছিরে ভুকে খতো বেথাআজ আমি পারি নাইরে ভুল্তে তোরি কথাওহো জান ওহে ওহো জানওহো জান ওহে ওহো জানআজ আমি পারি নাইরে ভুল্তে কথা
Đang Cập Nhật