শীমারের আঘাতে কার্বালের ভুকে শোহিদ হোল হোশেন আল্লার পথে
আল্লার পথে
ইমাম হোশেনের গলায় ছুরি চলালো ফরাতের পানি খুনে লাল হলো
ইমাম হোশেনের গলায় ছুরি চলালো
ফোরাতের পানি খুনে লাল হোলো
আলের জান হোশেন ফতে মার দুলাল
আলের লাল হোশেন ফতে মার দুলাল
নিলোজে বিদাযাজ হেই দুনিযাতে
শিমারে রাঘাতে কার্ালের ভুকে
শোহিদ হোলো হোশেন আলের ফতে
আলের ফতে
কাদের
মাঁ পাদে মারে কাদেগো সকিনা
ভুক ফেটে জায় তা দের কনা ধমেনা
কাদে মাঁ পাদে মারে কাদে গো সকিনা
ভুক ফেটে জাই তাদের কন্না ধমে না
কার্বলার মাইদানে রক্তো মাকা বদোনে
কার্বলার মাইদানে রক্তো মাকা বদোনে
ইমাম হোষে নামার ধুলায় পোডে থাকে
শিমারে রাগাতে কার্বলার বুকে
শোহিদ হোলো হোষেন আল্লার পাতে
আল্লার পাতে
বিরের জাতে ইমানের জতে
থাকি বেপ্তি বিতে হোষেনের সির
বিরের জাতে ইমানের জতে
থাকি বেপ্তি বিতে হোষেনের সিতে
হেম্ডি সেলিম বালে রাখিমোর শরনে
হেম্ডি সেলিম বালে
রাখিমোর শরনে
যা হোষেন তোমায় ফারি না ভুলিতে
যা হোষেন তোমায় ফারি না ভুলিতে
শিমারে রাঘাতে করবালের বুকে
শোইদ হোল হোষেন আল্লার পাতে