ফে রঙ্গো হে রাশেতে মাযা মহোতে
আরে বন্দি হোই আছে হে মানোষ জগোতে
মনে কে পাহাগো হোলে বানাইলো কামো হোনাই আরে বাশো না
দোঈ ছোগ ভোহরি আদেগ মন কি পাশা মিটে না কি জে জন্ত্রনা
কি পাপ করিছে আরে বন্দি হোই আছে হে মানোষ জগোতে
দোর হাতে ভাবি আহা দেগ মন কি জে মধু ভারা মিছা মিছি আসাই ও কুয় করিছে খুডা ফিরা
দোর হাতে ভাবি আহা দেগ মন কে জে মধু ভারা মিছা মিছি আসাই ও কুয় কুরিছে খুডা ফিরা মনেরে পিপাখা
আরে মিটিবে আরে ভাংদি হয়াছে হে মানুস জগোতে
কুন্তা যাশোলে কুন্তা হা নকোলে ছিনিলি নারে মনে ইরশা কেনো হয়ে যতোরে দেখিআ পারেরে ধানে এর ভলে কারো না
আরে বন্দি হয়ে আছে হে মানুস জগোতে
আসায আসায দিনিগে হেলো মনে আসানা পুরিইলো আসারো ছালনারে পরি কি ভুলো করিইলো
ও মানুস জানিনা ভহবেরে মাযাতে আরে বন্দি হয়ে আছে হে মানুস জগোতে
প্যাপ্যা আইলো হো ধনমনে হিশাবে নিকাশে করি
দোরিআ হয়ে না ডুবি জানা দুইনকাই ছোরি মনে ভাবো না
প্যাপ্যা আইলো হিশাবে নিকাশে জগোতে প্যাপ্যা নিকাশে জগোতে
আরে ভাবো নিকাশে জগোতে