আজ মাইরে কোন হোয়লো খালিসনো সবে সলোই জুলাই আমি সেই ছেলের কথাই বলছিক্যামনে বলিবো সখা চোখের পানিতে ধুলছিজার গায়ে ছিলো কালো গেন্জি হাতে ছিলো এক লাঠিবুক ভারা ছিলো অধেল বিশ্যাস তার ইমান ছিলো খাটিরাজপতে সে আকাই দারানো বেরু ডন্ড ছিলো সোজাদুহাতে তার সুন্নে মেলানো চোগ দুটো ছিলো বুজাবুকেরে ভিতোরে ছিলো তার তুমুল জোরে মাতিযারাস্ট্রের সাম্লে তাই বুখানা দেয় পাতিযাএকে একে বুখে চারটি গুলি তোবু নতো হয় নিকো তার শিরএজেনো নজ্রুলের লেখা বিদ্রহি কবিতার মহাবিরদেহোখানা তার পরছে ধলি তোবু রুখে দারাবার চেষ্টাকোজন আর সোজ্য করিবে আবুশাইতের সেষ্টাআশিলো ছুটে কোজন মিত্রো তাকে করিলো ধরা ধরিবন্টি আছে পত্ছে ভাই ফিরি পে আমার বারিআবুশাইত এবার সহিত হলো মা হারালো পুত্রোএই কিতো আবে মুক্তি জুদ্ধো সাধিন বাংলা শুত্রোআমরা তুকার রক্তো চাইনি ছেছে অধিকারতোরা আজ মোদেরে বানিয়ে দিলি সন্ত্রাশী রাজাকারআমার ভাইর রক্তে আজিকে রাজপথ লালে লালআমার বনেরে গায়ে হাদ্দিশ তোরা বরো খেক্ষিযালধার্মেরে নামে মুনাফিক তোরা এজিদেরে শোইনিকএজিতো পরিবে ধরা যে দিনে থাকবে না কোনো দিকএক আবুশাইত কে মারলি তোরা আজ হাজারো শাইত খারাওহে মুরুখো কখান বুলেট আছে তোর চালা আমার বুকে ও চালা