এই ভাবে, এই ভাবে, আমার জাবে কটো দিন্য়েএই ভাবে, এই ভাবে, আমার জাবে কটো দিন্য়েতুমি বোলে দাও প্রভু, বোলে দাও মারে, অমি অতি দিন্য়েএই ভাবে, এই ভাবে, আমার জাবে কটো দিন্য়েআমি ছিলাম কোথায়, এসেছি কোথায়, আবার কোথায় জাবোজানি না, জানি না, এভাবো জাতো না, আর কতো কাল পাবোআমি জন্য়ের মতো ছলে জাবো নে, মাযার বধান ছিডেআমি হিশাবের হারে শুন্ন পেছে, দেখেছি হিশাপ পোরেতুমি খমাকার মারে, ওহে দাযা মায়, জানি আমি খমাহিএই ভাবে, এই ভাবে, আমার জাবে কতো দিনজাদের লাগি আয় জিমান মারে, বিফালে ছলিয গেলোআমার বিফাদের মাঝে কখন কি তারা সমুখে এসে দাডালোদুমি ভুলে দাও, ভুগু ভুলে দাও, মরে পুন পথে আমি জাবোআমি জে দিখে তাকাই সভিজে সুন্ন চরন খবেজে পাভো, তমার চরন খবেজে পাভোতুমি মুক্তি দাহে তিলো বন্ধু, মুক্তি দাহে দযাল বন্ধু, আমি কি মুক্তি হিংএই ভাবে, এই ভাবে, আমার জাবে কতো দিনতুমি বোলে দাও প্রভু, বোলে দাও মোরেআমি অতি দিন ও দিনএই ভাবে, এই ভাবে, আমার জাবে কতো দিনআমার জাবে